টলিপাড়ার পরিচিত মুখ দেবযানী চ্যাটার্জি। অভিনেত্রীকে শেষ দেখা গেছিল ২০২২ সালে জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। এরপর টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দেবযানী। তবে কাজ চালিয়ে গিয়েছেন বড় পর্দা ও ওটিটিতে।
বহু বছর ধরে নেগেটিভ-পজিটিভ দুই ধারার চরিত্রেই অভিনেত্রীর অভিনয় দর্শক দেখেছেন। ‘গানের ওপারে’, ‘খোকাবাবু’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘ত্রিনয়নী’, ‘রাখী বন্ধন’ এর মত হিট মেগায় কাজ করেছেন দেবযানী।
এবার টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবযানী সাফ জানিয়ে দিলেন, তিনি আর ফিরছেন না ছোট পর্দায়।
দেবযানী জানান, তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মন থেকে নিয়েছেন। অভিনেত্রীর মতে, ‘এখনকার টিভি কনটেন্টে কোনও অভিনয়গত গ্রোথ নেই, বরং চেনা ছকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে গল্পগুলো, ছক ভাঙার কোনও চেষ্টাই নেই।’
আক্ষেপের সুরে দেবযানী আরও বলেন, ‘যারা আজ অভিনয় করছেন তাদের অনেকেই জীবিকার কারণে বাধ্য। বহু প্রবীণ অভিনেতা, যারা একসময় দারুন অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন, আজ তাঁরই সেই ধারাবাহিকগুলোতে মুখে একটা সংলাপ না পেয়েও দৃশ্যপটে পড়ে আছেন শুধু উপস্থিতির জন্য।’
দেবযানীর মতে, এ যেন শিল্পীদের প্রতি নির্মম অবহেলা। অভিনেত্রী নিজেকে ভাগ্যবান মনে করেন যে তিনি বয়সের আগেই টেলিভিশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছেন।