নেগেটিভ চরিত্রে থেকেও পর্দায় পরিচিতি পাওয়াটা খুব একটা সহজ নয়, আর সেটাই করে দেখিয়েছেন অভিনেতা দেবরাজ মুখার্জী। একাধিক বাংলা সিরিয়ালে খল চরিত্রেই দুর্দান্ত অভিনয় করে মন জিতেছেন দর্শকের। বর্তমানে অভিনেতা হিসাবে দেবরাজ মুখার্জীকে প্রায় সকলেই চেনে।
তবে অভিনয় জগতে এসে কিকি অভিজ্ঞতা অর্জন করলেন তিনি? কিভাবেই বা শুরু হয়েছিল তার পথচলা? সবটাই জানালেন অভিনেতা নিজেই। লম্বা আর সুঠাম চেহারার দৌলতে কেরিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। এরপর আচমকাই অভিনয়ের সুযোগ আসে। মহাপীঠ তারাপীঠ, সাঁঝের বাতি, কাছে আয় সই এর মত একাধিক সুপারহিট সিরিয়ালে কাজ করেছেন অভিনেতা। জানলে অবাক হবেন ‘মিঠাই’ ধারাবাহিক ছিল তার ৯৮তম মেগা সিরিয়াল।
ছোটপর্দার পাশাপাশি একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা থেকেই কিছু কথা শেয়ার করলেন দেবরাজ। অভিনয় সম্পর্কে তিনি জানান, আগে ডিরেক্টররা হাতে ধরে কাজ শেখাতেন, কিন্তু এখন আর সেটা হয়না। সময় কম তাই শেখার জায়গাটাও কমে গেছে। অভিনয়ের গুরুত্বটা ধারাবাহিকে অনেকটাই কমে গেছে।
অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে দেবরাজ জানান, শুধুমাত্র স্ক্রিপ্ট দেখে বলে দেওয়াটাই অভিনয় নয়। সেটা কেন বলা হচ্ছে তা আগে জানতে হবে। আর সেটা বোঝার জন্য নিজেকেই সময় বের করে নিতে হবে। তাই মাথা ঠাণ্ডা রাখাটা খুবই দরকার।