“সময়ের পিছনে ছুটতে গিয়ে অভিনয় শিল্প পিছিয়ে যাচ্ছে, দর্শকরা চরিত্রদের সাথে সংযোগ করতে পাচ্ছে না’, অল্প সময়ে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে মুখ খুললেন দেবপর্ণা পাল

অভিনেত্রী দেবপর্ণা পাল

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন অভিনেত্রী দেবপর্ণা পাল (Debporna Paul)।  বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি রয়েছেন তিনি। একাধিক সিরিয়ালে কাজ করেছেন দেবপর্ণা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অনু দি হিসাবে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

এরপর একের পর এক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন দেবপর্ণা। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে চাঁদনী চরিত্রে অভিনয় করে ভালো প্রশংসা পেয়েছিলেন। সকলের খুব প্রিয় একজন অভিনেত্রী তিনি।

তবে বহুবছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও এই ইন্ডাস্ট্রি নিয়ে খুশি নন অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দার আয়ু ফুরাচ্ছে। একটা ধারাবাহিক শুরু হতে না হতেই বন্ধ করার তড়িঘড়ি। এই প্রসঙ্গেই অভিনেত্রী জানান, “একটা চরিত্রকে দর্শকের মানিয়ে নিতে কিছুটা অন্তত সময়ের প্রয়োজন হয়। একজন শিল্পীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য ন্যূনতম সময় দরকার। বর্তমানে সেই সময় আর কেউ দিচ্ছে না। শিল্পীর চরিত্র ফুটিয়ে তোলার আগেই বন্ধ হয়ে যাচ্ছে।”

অভিনেত্রী মতে, বর্তমান সময়ে মানুষ ভীষণ ব্যস্ত, তাই হাতে বেশি সময় নেই। খুব দ্রুত বিচার করে ফেলা হচ্ছে সবকিছুকে। অভিনয় একটা শিল্প। সুতারাং সময়ের পিছনে ছুটতে গিয়ে অভিনয় শিল্প কেমন পিছিয়ে যাচ্ছে।