পর্দায় প্রথমবার জুটিতে ফিরছেন দেবলীনা-অর্পণ, আসছে বড় চমক

দেবলীনা-অর্পণ

অভিনেতা অর্পণ ঘোষাল এবং অভিনেত্রী দেবলীনা কুমার এই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন। না, কোনও নতুন ধারাবাহিকে নয়। ওটিটির পর্দায় জুটি বাঁধতে চলেছেন তারা।

ওয়েব ফিল্মের নাম ঠিক হয়নি। তবে শুটিং শেষ হয়েছে।  এক প্রেমের গল্প নিয়ে আসছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে।  আর এইখানেই জুটি বাঁধতে দেখা মিলবে দেবলীনা আর অর্পণের।পরিচালনায় অর্ক ও শ্রীকান্ত।

দুই ছাপোষা মানুষের জীবনকাহিনি উঠে আসবে এই গল্পে। তাদের প্রেম থেকে সম্পর্কের টানা পোড়ন জমে উঠবে গল্প। প্রসঙ্গ, অর্পণ ঘোষাল এবং দেবলীনা দুজনেই চেনা মুখ টলিপাড়ায়। তবে এর আগে তারা কখনো একসাথে কাজ করেননি। এই প্রথম নতুন প্রোজেক্ট দেখা মিলবে তাদের।