বাংলা সিনেমার ‘ছোট বউ’কে মনে আছে? তিনি অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। অঞ্জন চৌধুরীর ‘ছোট বউ’ ছবিতে প্রসেনজিতের নায়িকা তথা ‘ছোট বউ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন দেবিকা। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল দেবিকা-প্রসেনজিৎ জুটি। বর্তমানে স্টুডিয়োপাড়া থেকে অনেকটাই দূরে অভিনেত্রী। তবে সুত্রের খবর, দর্শককে আরও একবার চমকে দিতে বড়পর্দায় ফিরছেন দেবিকা।
অভিনেত্রীর নতুন ছবির বিষয়ে বিস্তারিত কোন তথ্যই এখনও পাওয়া যায়নি। ছবির নাম এবং তার চরিত্র সম্পর্কেও কিছু জানানো হয়নি। তবে ছবির শুটিং শুরুর আগেই সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে বলে জানা যাচ্ছে।
লোকশিল্পের কদরের গল্প ফুটে উঠবে এই ছবিতে। পাশাপাশি নজরকাড়া চরিত্রে অভিনয় করবেন দেবিকা। তবে দীর্ঘ সময়ের বিরতির পর অভিনেত্রীর কামব্যাক নিয়ে যথেষ্ট কৌতূহল দর্শকমহল।