বর্তমান প্রজন্মের নবাগতা অভিনেতা কিংবা অভিনেত্রীদের ভিড়ে সোনামণি সাহা সেই লালিত্যের নাম যার সাবলীল অভিনয় এবং প্রতিবাদী রূপে মোহিত হওয়া যায় অনায়াসেই। মোহর হোক বা ‘এক্কা দোক্কা’র রাধিকা হোক, নিজের অভিনয় গুণেই আজ প্রথম সারির অভিনেত্রীদের দৌড়ে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন।
সোনামণি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ নয়, প্রায় ৬ বছর ধরে ছোটপর্দায় চুটিয়ে কাজ করছেন। ছোটবেলা থেকে মালদায় বেড়ে ওঠা মেয়েটির প্যাশন ছিল অভিনেত্রী হওয়ার। শত বাধা সত্ত্বেও মডেলিং এবং নিজের প্যাশন দুটোই একই তালে ঠিক রাখতে পেরেছিলো বলেই আজ সে সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছে।
সোনামণির অভিনয় জগতের প্রথম জার্নি শুরু ২০১৮ সালে স্টার জলসার ‘দেবী চৌধুরাণী’র হাত ধরে। ঐতিহাসিক সাহিত্যভিত্তিক চরিত্র নিয়ে প্রথম পথ চলা শুরু করেন নবাগতা হিসাবে। অভিনয় জগতে পা রেখেই ‘দেবী চৌধুরাণী’র চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় ফুটিয়ে তোলা মুখের কথা নয়। কিন্তু তার প্রথম সিরিয়ালে অভিনয় দাগ কাটে সিরিয়াল প্রেমীদের মনে। এখান থেকেই তার পথ চলা শুরু। এই সময় সোনামণিকে দর্শক চিনতে শুরু করেছিলেন। তবে অভিনেত্রীর জীবনে টার্নিং পয়েন্ট ছিল লীনা গাঙ্গুলি ‘মোহর’ ধারাবাহিক।
২০১৯ সালে পর্দার সেই প্রতিবাদী ‘মোহর’ শুধু এপার বাংলা নয় ওপার বাংলা সিরিয়ালপ্রেমীদের মনে আঁচড় কেটেছিলো। শঙ্খ-মোহরের জুটি চূড়ান্ত সফলতা সঙ্গে আজও বাংলা টেলিভিশনে রাজ করছে। এরপর ‘এক্কা দোক্ক’ ধারাবাহিকের রাধিকার মতো সাহসী চরিত্রে অভিনয় করে সাফল্য পান।
অভিনয়ের পাশাপাশি মুগ্ধতা আসে তার মানসিকতায়। অভিনেত্রী হওয়ার পরও নেই কোনও অহংকার। নিজের জীবন বাকি পাঁচটা তারকাদের মতো নয় বরং সাদামাটাভাবেই কাটাতে পছন্দ করেন সোনামণি। নির্ভেজাল খাঁটি হৃদয়ের এই মেয়েটি গেঁথে থাকুক টেলিভিশনপ্রেমী দর্শকদের মনের অন্তরে।