বাংলা টেলিভিশন পর্দায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। অভিনেত্রীর পাশাপাশি একজন ব্লগার হিসাবেও তিনি সুপরিচিত। বর্তমানে বাংলার ছোটপর্দায় তেমন আনাগোনা নেই তার। কারণ হিন্দি সিরিয়ালে পা রেখেছেন অভিনেত্রী।
যদিও আবার কলকাতায় ফিরেছেন তিনি। একসময় সাঁঝের বাতি, সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ।
শোনা যাচ্ছে তিনি নাকি আবার জি-বাংলার পর্দায় ফিরতে চলেছেন। আর সেই খবরে কৌতূহল জেগেছে দর্শকের মনে। তবে বলে রাখি জি-বাংলার চ্যানেলে ফিরলেও কোনও ধারাবাহিকে ফিরছেন না দেবচন্দ্রিমা। বরং জি-বাংলার রান্নাঘরে আগামীপর্বের এপিসোডে অতিথি হিসাবে থাকতে চলেছেন অভিনেত্রী। বহুদিন পর আবার তাকে ছোটপর্দায় দেখা যাবে ভেবেই উৎসাহিত তার অনুরাগীরা।