সর্বজয়া অতীত! বহুদিন পর ফের ছোটপর্দায় পা রাখতে চলেছেন দেবশ্রী

দেবশ্রী রায়

বাংলা সিনেমার আইকনিক অভিনেত্রী দেবশ্রী রায়। বাংলা সিনেমায় দাপটের সাথে কাজ করলেও ছোটপর্দায় হাতে গোনা কাজ অভিনেত্রীর। এরআগে এক আটপৌরে বাঙালি সাধারণ বৌয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প বুনেছিল অভিনেত্রী। ‘সর্বজয়া’ চরিত্রকে বাস্তব রূপদান করেছিলেন। ‘সর্বজয়া’ ধারাবাহিকের পর ৩ বছর পেরিয়েছে অভিনেত্রীকে সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি।

এবার আবারও ছোটপর্দায় পা রাখতে চলেছেন বাংলার সুপারস্টার নায়িকা। তবে এবার কোন গল্প নিয়ে ফিরবেন অভিনেত্রী। জানা যাচ্ছে, কোন ধারাবাহিকে নয়, ছোটপর্দায় ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে আসছেন দেবশ্রী।

‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে আসছেন দেবশ্রী। এদিন আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন মিঠুন ও দেবশ্রী। একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাঁদের। এক সময় টলিউডে রাজ করত মিঠুন-দেবশ্রী জুটি। তাঁদের আবারও একসঙ্গে দেখে তাই নস্টালজিয়ায় ভাসবেন দর্শক, এমনটা আশা করাই যায়।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। আর সেই ভিডিওতে মিঠুন-দেবশ্রীর নাচের এক ঝলক দেখেই উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।