জগদ্ধাত্রী করেই বাজিমাত! সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার নতুন যাত্রায় ছোট কাঁকন ওরফে দেবাঙ্গনা ফৌজদার

দেবাঙ্গনা ফৌজদার

জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সদ্য এই মেগা ধারাবাহিক লম্বা লিপ নিয়েছে। বড় হয়ে গেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের মেয়ে দুর্গা। আর ধারাবাহিক লিপ নেওয়ায় অনেক চরিত্রই বাদ পরেছে। যেমন কৌশিকী মুখার্জির মেয়ে কাঁকন।

এতদিন গল্পে কাঁকন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন ছোট খুদে শিল্পী দেবাঙ্গনা ফৌজদার। কাঁকন বড় হয়ে যাওয়ায় ছোট কাঁকন বাদ পরেছে সিরিয়াল থেকে। তবে জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দেবাঙ্গনা ফৌজদার।

এবার সিরিয়াল ছেড়ে বড়পর্দায় পা রাখতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের ছোট কাঁকন । কাঁকন চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছে দেবাঙ্গনা। নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে দেবাঙ্গনা। এই ছবিতে তাকে বড়পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং এশা সাহার সঙ্গে দেখা যায় আর ছবির ক্যাপশনে লেখা ‘নতুন প্রোজেক্ট।’