টেলিপর্দার অতি চেনা মুখ অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। যাকে নিয়মিত জি-বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মন্দার চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন। এই ধারাবাহিকে শ্যামলী আর অনিকেতের পাশাপাশি মন্দার আর রোহিণীর জুটিটাও দর্শকমহলে ভালোবাসা পাচ্ছে।
অনেকে নায়ক অনিকেতের চেয়ে মন্দারের চরিত্রটি দেখতে বেশি পছন্দ করেন। মন্দার চরিত্রে অভিনীত দেবজ্যোতি রায়চৌধুরীর এই প্রথম ধারাবাহিক নয়। এর আগে ‘বৌমা একঘর’, ‘ফেলনা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। একসময় ‘কপালকুন্ডলা’-র কাপালিক চরিত্রের হাত ধরেই টেলি-পাড়াতে পা রেখেছিলেন এই অভিনেতা। তান্ত্রিক হিসেবেই সকলের কাছে পরিচিতি লাভ করেন।
তবে জানেন কি? অভিনেতার আজকের এই সাফল্য অনেক কষ্টের পরে। স্ট্রাগল করেই আজ এই জায়গায় পৌঁছেছেন দেবজ্যোতি। একসময় অভিনয় জগতে আসার জন্য পাশে দাঁড়ায়নি বাবা। যেদিন থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন সেদিন থেকেই শুরু ঝামেলা। তার বাবা জানিয়ে দিয়েছিলেন, “তাঁর টাকায় এসব করা চলবে না’।
বাবা মুখ ফিরিয়ে নেওয়ায় অভিনয় জগতে আসার জন্য টিউশন পড়াতে শুরু করেন দেবজ্যোতি। সেই পয়সা দিয়েই কলকাতায় ঘুরে ঘুরে অডিশন দেন। মাঝেমধ্যে টাকা ফুরিয়ে গেলে সাহায্য করত মা। কিন্তু পাশে পাননি বাবাকে। পরিবারের বিপক্ষে গিয়েই থিয়েটার দিয়ে অভিনয় শুরু করেন। এখন পর্দায় ছেলেকে দেখে গর্ব বোধ করেন দেবজ্যোতির মা।