জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’য় আলোর কথা মনে পড়ে? যিনি দর্শকের কাছে জয়ী নামেও পরিচিত। হ্যাঁ, এখানে কথা হচ্ছে সিরিয়াল পাড়ায় পরিচিত নাম দেবাদৃতা বসু কে নিয়ে। প্রথম ধারাবাহিক ‘জয়ী’র হাত ধরেই টেলি দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী।
এরপর ‘আলোছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করে টিভির পর্দায় আলোড়ন ফেলেছিলেন। মাঝে কিছু সময় ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে এই মুহূর্তে নীলাঞ্জনা অর্থাৎ নীলুর চরিত্রে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অভিনয় করছেন দেবাদৃতা।
প্রথম সিরিয়ালে নায়িকা হিসাবে বাজিমাত করলেও নায়িকা থেকে আচমকাই খলনায়িকার চরিত্রে অভিনয় করে কেমন লাগছে অভিনেত্রীর? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে উত্তরে দেবাদৃতা বলেন, ‘এখন যেকোনও সিরিয়ালের চরিত্রই পুরো ভালো বা পুরো খারাপ হয়না, চরিত্রে ধূসর ভাব থাকেই। এখানে আমার চরিত্রতেও তাই দেখানো হয়েছে। সময় বদলে দিয়েছে নীলুকে।’
ধারাবাহিক প্রসঙ্গে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, ‘নীলুর মিথ্যে ধরা পড়তে কী হবে এবার?’ সেক্ষেত্রে দেবাদৃতা বলেন, ‘ভুল যখন করেছে সত্যিটা তো সামনে আসতোই। তবে নীলুর চরিত্রটা এমন ভাবেই তৈরী হয়েছে যে ক্ষেত্র বিশেষে ওর ভুলগুলো সবসময় ভুল বলে বিচার করা যায়না। বাকিটা সময় বলবে।’
নায়ক শৌর্য মানে সপ্তর্ষীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, শুটিংয়ের ফাঁকে ভালোই বন্ধুত্ব হয়েছে নায়কের সঙ্গে। কাজের ক্ষেত্রে কোনওদিনই তেমন অসুবিধা হয়নি। আমরা একে অন্যকে সাহায্য করি, আর এভাবেই এগোচ্ছে গল্প’।