কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের পর আবার নাকি বোনের গল্প নিয়ে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন পর্দার নীলু ওরফে অভিনেত্রী দেবাদৃতা বসু। এমনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দেবাদৃতার নতুন ধারাবাহিকের পোস্টারও।
আর এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলতে দেখা গেল স্বয়ং অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “দেখুন, আলোচনা হলে মনে হয় দর্শকের আমার কথা মনে আছে। সেটা কোনও ক্ষতিকর নয়। কিন্তু আমি চাই না অনুরাগীদের মিথ্যা আশা দিতে। মনখারাপ হওয়ার আগে তাই সঠিক তথ্য দিতে চাই। আমি এমন কোনও ধারাবাহিকে অভিনয় করছি না আপাতত।”
তবে জানা যায় অভিনেত্রীর বেশ কিছু কাজের কথা হয়েছে। সেই কাজ ছোটপর্দার কিনা তা জানা যায়নি। দেবাদৃতাকে আবার কবে ছোটপর্দায় দেখা যাবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

