‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পান দেবাদৃতা বসু। তবে এবার ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন দেবাদৃতা। আর এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী।
ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি ‘শেকড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। অভিনয়ে থাকছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় ছাড়াও আছেন বহু তারকা। এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দেবাদৃতাকে।
এই ছবির শুটিং হচ্ছে কলকাতা, বোলপুর, বারাণসীতে। ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন দেবাদৃতা। বড়পর্দায় তার নতুন যাত্রা নিয়ে ভীষণ আশাবাদী অভিনেত্রী।