আচমকাই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন দেব-শুভশ্রী। যা নিয়ে উত্তাল গোটা চলচ্চিত্র জগত। ‘প্রজাপতি ২’ দেবের আসন্ন ছবির ঘোষণা, সাথে প্লাস পয়েন্ট দেব-শুভশ্রীর অর্থাৎ ‘দেশু’র কামব্যাক ধামাকা।
আপাতত ‘দেশু’ ফ্যানেরা সেলিব্রেশন মুডে রয়েছে। চলতি বছর পুজোতেই বড়পর্দায় জুটি বাঁধছেন দেব আর শুভশ্রী। বহুবছর মুখ দেখাদেখি বন্ধ ছিল তাদের। ‘ধুমকেতু’র প্রোমোশনে এক হওয়া। যদিও স্টেজের ওঠার পর এক একটি ডায়লগ থেকে দেব-শুভশ্রী কথাবার্তা নাকি পুরোটাই প্রি-প্ল্যানড ছিল।
ধুমকেতু শেষ হতে আবার তাদের মধ্যে একে অপরের মন্তব্য নিয়ে কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হয়। শোনা যাচ্ছে তাদের মধ্যে আবার মনোমালিন্য। মন ভেঙে যায় তাদের অনুরাগীদের।
আচমকাই তাদের একসাথে আবার বড়পর্দায় কামব্যাক, সব জল্পনা উড়িয়ে দিচ্ছে। নিন্দুকের দাবি, ধুমকেতুর পর মান-অভিমান তাহলে পুরোটাই ছিল নাটক। তাহলে কি ছবির জন্য পাবলিসিটি স্টান্ট? নাকি সত্যি মিটল এতদিনের দূরত্ব? উত্তর অধরা।

