‘গোধূলি আলাপ’-এর কনসেপ্ট ভালো হওয়া সত্ত্বেও টিআরপি নেই! ‘এই টিআরপি জিনিসটা কী, তার কোনও ব্যাখ্যা নেই’, বললেন অভিনেতা কৌশিক সেন

অভিনেতা কৌশিক সেন

স্টার জলসার একঝাঁক সিরিয়ালের মধ্যে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। ধারাবাহিকের গল্প  অসম বয়সী প্রেমের কাহিনী। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী সোমু সরকার এবং অভিনেতা কৌশিক সেন।

দর্শকের মন কেড়েছে অরিন্দম-নোলকের অভিনয়। ‘বউ কথা কও’, ‘মা’ ধারাবাহিকের পর বহুদিন বাদে এরকম ধাঁচের গল্পের স্বাদ উপভোগ করছেন দর্শক। কিন্তু দর্শকের এতো প্রশংসা পাওয়া সত্ত্বেও টিআরপির হাল বেজায় খারাপ। এখনও পর্যন্ত প্রথম ১০-এর মধ্যে আসতে পারল না এই ধারাবাহিক।

‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে কৌশিক সেনের মতো তাবড় অভিনেতা, অন্যদিকে নবাগত সোমু সরকারের সাবলীল অভিনয় গল্পে অন্য মাত্রা এনেছে। পরকীয়া, কুটকাচালি বাদ দিয়ে বুহুদিন পর অন্য ধাঁচের গল্পে মুগ্ধ আমজনতা। ধারাবাহিকের কনসেপ্ট এত ভালো হওয়া সত্ত্বেও কেন টিআরপি পাচ্ছে না ‘গোধূলি আলাপ’? এই প্রসঙ্গেই আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেতা কৌশিক সেন।

অভিনেতার কথায়, “আমাদের কাজ ভালো অভিনয় করা। টিআরপি নিয়ে ভাবলে তো কাজই করতে পারব না। এই টিআরপি জিনিসটা কী, তার কোনও ব্যাখ্যা নেই।”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here