দুঃসংবাদ! লড়াই করেও শেষরক্ষা হল না, চলে গেলেন জনপ্রিয় গায়িকা, শোকস্তব্ধ গোটা গানের জগত 

অনিতা ঘোষ

গানের জগতে ফের শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। স্বাভাবিক মৃত্যু নয়, জানা যাচ্ছে খুন করা হয়েছে গায়িকাকে। বেহালার পর্ণশ্রীর আবাসনে সোমবার সকাল সকাল সাড়ে ৯টা নাগাদ ঘরের ভিতর থেকেই উদ্ধার সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করেছে। গায়িকাকে কোনও ধারাল অস্ত্র দিয়ে গোটা দেহ খুঁচিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

প্রয়াত দূরদর্শনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনিতা ঘোষ। গায়িকার বয়স ৬৫ বছর। অনিতার স্বামী অরূপ ঘোষ, বয়স ৭২। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন গায়িকার স্বামী। বর্তমানে গায়িকার স্বামী ডিমেনশিয়া রোগে আক্রান্ত। কাউকে চিনতে পারেন না। তাঁকে দেখার জন্যই বাড়িতে দুটি আয়া এবং একটি রান্নার লোককে রাখা হয়েছিল। একজন সকালে থাকেন, একজন রাতে থাকেন।

ময়নাতদন্তের জন্য দুই আয়া এবং একজন রান্নার লোককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশে ওই মহিলাকে খুন করা হয়েছে। একজন আয়ার হাতে রক্ত লেগেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, অনিতা ঘোষ মৃত্যুর আগে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেছিলেন। প্রতিবেশীরা ছুটে গিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখেন, ভিতর থেকে দরজা আটকানো ছিল। পরবর্তীতে সঞ্জু নামে আয়া দরজা খুলে প্রতিবেশীদের বলতে থাকেন, কেউ একজন অনিতা দেবীকে মেরে পালিয়ে গিয়েছে। তার কথায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে আটক করে রাখেন প্রতিবেশীরা।

অভিযোগ, সঞ্জু নামে আয়ার সঙ্গে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে বেশ কিছু সোনার গয়না এবং নগদ টাকা ছিল। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই মহিলাকে এবং আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সঞ্জু এদিন স্বীকার করে নিয়েছেন যে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার পিছনে উদ্দেশ্য শুধুই ডাকাতি নাকি অন্য কোনও কারণ? সবটা খতিয়ে দেখছে পুলিশ।

অনিতা ঘোষ