দুঃসংবাদ! লড়াই করেও শেষ রক্ষা হল না, চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

রঞ্জিত পাতিল

ফের খারাপ খবর! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। শুধু অভিনেতা হিসাবেই নয়, থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক এবং চলচ্চিত্র- তিন মাধ্যমেই নিজের পরিচিতি গড়েছিলেন অভিনেতা। একদিকে যেমন একজন দক্ষ শিল্পীকে হারাল ইন্ডাস্ট্রি, তেমনই অসংখ্য তরুণ শিল্পী হারাল তাদের পথপ্রদর্শককে।

প্রয়াত জনপ্রিয় মারাঠি অভিনেতা ও পরিচালক রঞ্জিত পাতিল। মাত্র ৪২ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই মারাঠি বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জিত। অভিনেতা বা পরিচালক হিসেবেই নয়, একজন শিক্ষক ও মেন্টর হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

পরিচালক হিসেবে তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ প্রিয়া বাপাত ও উমেশ কামাত অভিনীত নাটক ‘জার তারাচি গোস্তা’। জি মারাঠির জনপ্রিয় ধারাবাহিক ‘হৃদয় প্রীত জগতে’-তে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এই ধারাবাহিকে তাঁর অভিনীত ‘আঙ্কেল’ চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

অভিনেতার অকাল প্রয়াণ মারাঠি বিনোদন জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। রঞ্জিত পাতিলের প্রয়াণে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী সমৃদ্ধি সালভি।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, থিয়েটার সম্পর্কে যা কিছু তিনি জানেন, তার সবটাই রঞ্জিতের কাছ থেকেই শেখা। সংলাপ বলা থেকে শুরু করে মঞ্চে আত্মবিশ্বাস সবকিছুতেই রঞ্জিত ছিলেন তার ভরসার জায়গা। তাঁর কথায়, “আপনাকে ছাড়া পোটদারের অডিটোরিয়াম অসম্পূর্ণ।” অভিনেতার মৃত্যুতে মারাঠি থিয়েটার জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

রঞ্জিত পাতিল