চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। মাত্র ৫ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন। দীর্ঘ কেরিয়ার জীবনে প্রায় ৭০টি সিনেমায় কাজ করেছেন অভিনেতা।
প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি সিনেমা, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন। অভিনেতার বহু ছবি সিনেমার ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত। তার অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের গভীরতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
বহু বছর ধরে রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন অভিনেতা। গত বছরের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউ-তে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করলেও শেষরক্ষা হল না। সোমবার ভোরেই প্রয়াত হন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা আন সুং-কি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী ও দুই সন্তান রেখে গিয়েছেন আন সুং-কি। অভিনেতার প্রয়াণে শুধু কোরিয়াই নয়, শোকস্তব্ধ গোটা এশিয়ার চলচ্চিত্র মহল। শুধু অভিনয় দক্ষতার জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত নম্র, শালীন ও বিতর্কহীন।
১৯৮০ সালে ‘গুড, উইন্ডি ডেজ’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং গ্র্যান্ড বেল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ নবীন অভিনেতার পুরস্কার পান তিনি। এরপর আশি ও নব্বইয়ের দশকে তার অভিনয় দক্ষতার জন্য বহু সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেন।
তরুণ অভিনেতাদের কাছেও তিনি ছিলেন এক আদর্শ ও অনুপ্রেরণা। অভিনেতার অকাল প্রয়াণ কোরিয়ার চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।


