দুঃসংবাদ! জনপ্রিয়তা সত্ত্বেও আচমকাই বন্ধ হচ্ছে জি-বাংলার এই মেগা, অবাক দর্শক

ফুলকি

এতদিন ধরে টেলিপাড়ার গুঞ্জন, এবার হয়তো ‘জগদ্ধাত্রী’ শেষ হয়ে যাবে। নেপথ্যে কারণ নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিক। নতুন মেগার স্লট দেওয়া হয়েছে ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭টায়।

আর এই খবর সামনে আসতেই মন খারাপ হয়ে যায় ‘জগদ্ধাত্রী’ অনুরাগীদের। তারমধ্যেই খবরে এসেছিল পর্দার জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিককে বড় পর্দায় দেখা যাবে। তাই অনেকে অনুমান করেছিলেন যে এবার বিদায়ের পালা ‘জগদ্ধাত্রী’র।

তবে আর মন খারাপ করে থাকতে হবে না। জি বাংলা দিল বড় চমক। শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’। তবে ‘জগদ্ধাত্রী’ পেল নতুন স্লট। তাহলে নতুন কোন স্লটে দেখা যাবে জগদ্ধাত্রী কে?

৮ ডিসেম্বর থেকে জগদ্ধাত্রী দেখা যাবে নতুন সময়। চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো প্রকাশ্যে এনে তা জানানো হয়েছে। প্রোমোয় দেখা গিয়েছে মেগা ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার স্লটে দেখা যাবে।

এবার কপাল পুড়ল জি বাংলার আরও একটি জনপ্রিয় মেগা ‘ফুলকি’র। কারণ সাড়ে ৭টার স্লট ছিল ফুলকির। তাহলে কি ‘ফুলকি’ শেষ হচ্ছে? জল্পনায় সিলমোহর পরিচালক নিজেই। ১৮ মাসের সফরে ইতি দিব্যাণী মণ্ডল-অভিষেক বসুদের।

বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলাকে ফুলকির পরিচালক রাজেন্দ্র প্রসাদ বলেন, ‘হ্যাঁ, ফুলকি শেষ হচ্ছে। কবে শেষদিনের শ্যুটিং? খানিকটা মন খারাপ নিয়েই জানান, ‘২৮ তারিখের ডেডলাইন রয়েছে। তবে প্রয়োজনে এক-দু’দিন বাড়তে পারে। দর্শকরা যে ভালোবাসা দিয়েছেন সেটাই আসল প্রাপ্তি। মন খারাপ যেমন আছে, তেমনই ফের নতুন কিছু করবার তাগিদও রয়েছে’।

ফুলকি