“৮১ বছর বয়সে এসেও উপার্জন করতে হচ্ছে… প্রতিভা থাকলেও মেলেনি সুযোগ”, বৃদ্ধ বয়সে অসহায় অভিনেতা ইন্দ্রভূষণ রায়

 ইন্দ্রভূষণ রায়

ইন্ডাস্ট্রিতে বর্তমানে এমন বহু অভিনেতা আছে যাদের হাতে কাজ না থাকায় চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। টাকার অভাবে বিভিন্ন প্রোডাকশন হাউসের দরজায় দরজায় ঘুরে কাজ ভিক্ষে পর্যন্ত করতে হচ্ছে শিল্পীদের। সেরকমই অভিনেতাদের তালিকাতেই পড়েন বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রভূষণ রায়।

বেশিরভাগ বাংলা সিরিয়াল গুলোতেই অভিনেতাকে কখনও ভিখিরি, চাকর, অথবা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শক। বর্তমানে অভিনেতার বয়স ৮১ বছর। এই বয়সে এসেও দাপিয়ে অভিনয় করে চলেছেন ইন্দ্রভূষণ বাবু।

বৃদ্ধ বয়সে এসেও তাকে অভিনয় করে উপার্জন করতে হচ্ছে এটাই ভীষণ দুঃখজনক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দ্রভূষণ বাবু জানিয়েছেন, ‘আমি খুব ছোটবেলা থেকেই গান গাই বাবা কাকা সকলেই গানে জগতের সঙ্গে যুক্ত তাদের দেখেই বড় হওয়া। গান ভালোবেসেছি খুব অল্প বয়স থেকে, দুর্গাপুরে চাকরি করতাম জীবিকা নির্বাহের জন্য। গানকে কখনও পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ হয়নি। মান্না দে অজয় চক্রবর্তী মত গুণী গুণী মানুষদের সাথে ওঠাবসা ছিল।’

ইন্দ্রভূষণ বাবু আরও বলেন, ‘আমি পাঁচবার আকাশবাণীতে অডিশন দিয়েছি। এখন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে আমি গান করি, গানের বিভিন্ন ভিডিও পোস্ট। এভাবেই চলছে জীবন কিন্তু গানকে পেশা হিসেবে বেছে নিতে পারিনি। কিন্তু চেষ্টা করেছিলাম।’

সুত্রঃ https: // binodonxp. com /