দক্ষতা থাকা সত্ত্বেও বাংলা ইন্ডাস্ট্রিতে যোগ্য সম্মান পেল না অভিনেতা চন্দন সেন

অভিনেতা চন্দন সেন

অভিনেতা হিসেবে তিনি কতটা দক্ষ, নতুন করে তা আর বলার অপেক্ষা রাখে না। নাটকের মঞ্চ, টেলিভিশন কিংবা বড় পর্দা সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেতা চন্দন সেন কে নিয়ে। খড়কুটো, আঁচল, ইচ্ছেনদী, ইষ্টিকুটুম এর মত জনপ্রিয় ধারাবাহিকে একজন প্রতিবাদী সৎ চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন তিনি।

২০১০ সালে ফলিকুলার লিম্ফোমায় আক্রান্ত হন অভিনেতা। কিন্তু মারণ রোগও আটকে রাখতে পারেনি তাকে। অদম্য জেদ আর মনে সাহস নিয়ে লড়াই চালিয়ে গেছেন অভিনেতা। একের পর এক কাজ উপহার দিয়েছেন দর্শকদের।

থিয়েটার দিয়েই হাতেখড়ি হয় তার। এরপর আর কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক পুরস্কারেও পুরস্কৃত হন অভিনেতা।

তবে একাধিক নেটিজেনদের ধারণা অভিনয়ের যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি তার যোগ্য সমাদর পাননি। আবার অনেকে মনে করেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজনীতি না থাকলে হয়ত এমন বহু অভিনেতা আছেন যারা তাদের অভিনয়ের দক্ষতার ভিত্তিতে যোগ্য সন্মান পেতেন।