ভালো অভিনয় দক্ষতা সত্ত্বেও বড়পর্দায় নেই কেন রুবেল? মুখ খুললেন স্বয়ং অভিনেতা

অভিনেতা রুবেল দাস

ছোটপর্দা থেকে বহু অভিনেতা বড়পর্দায় সুযোগ পেয়েছেন। চুটিয়ে কাজ করছেন তারা তবে অভিনেতা রুবেল দাসকে এখনো বড়পর্দায় দেখা যায়নি, কিন্তু কেন? এই প্রসঙ্গেই এক সময় এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেতা।

রুবেল জানিয়েছেন, “শ্বেতার বড়পর্দার ডেবিউ করার খবরে তিনি ভীষণ খুশি। কাজ নিয়ে তাদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। এর আগেও অভিনেত্রী এমন সুযোগ পেয়েছিলেন”।

বড়পর্দায় কবে দেখা যাবে রুবেল কে? এই প্রসঙ্গে অভিনেতার  বক্তব্য, “সিনেমার জগতে নতুন মুখ নিয়ে খুব একটা কাজ করা হয় না। ছোটপর্দার অভিনেতাদের বড়পর্দায় সুযোগ পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যদিও সবার ক্ষেত্রে তেমনটা নয়। আমার কাছে তেমন সুযোগ এখনও আসেনি। তাই ছোটপর্দায় আপাতত মন দিয়ে কাজটা করতে চাই”।

source: www . anandabazar . com