বর্তমানে বাংলার বেশিরভাগ ছবির নায়ক তিনি, যার অভিনয়ে মুগ্ধ দর্শক, তাকেই একসময় বডি শেমিং-এর শিকার হতে হয়েছিল। এখানে বাংলার প্রতিভাবান অভিনেতা ঋত্বিক চক্রবর্তী-র কথা বলা হচ্ছে। যিনি জীবনে শুধুমাত্র একজন দক্ষ অভিনেতা হতে চেয়েছেন। যদিও নিজেকে ‘তারকা’ ভাবেন না। কারণ অভিনেতার এই শব্দটির সাথে ঘোর আপত্তি। তার কথায় এই শব্দটিতে জড়িয়ে রয়েছে বাণিজ্য।
কিছুদিন আগে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী-র অভিনীত ওয়েব সিরিজ ‘মুক্তি’ রিলিজ হয়েছে। দর্শকমহলে ফের প্রশংসা পেল তার নিখুঁত অভিনয়। অসাধারণ অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও বডি শেমিং-এর শিকার হতে হয়েছিল তাকে। সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
ঋত্বিক চক্রবর্তী জানান, একসময় তাকে শুনতে হয় তার “চেহারা নায়কদের মতো নয়”। অভিনেতার মতে কাউকে ‘নায়কোচিত নন’ বলাটা বডি শেমিং। অভিনেতা স্পষ্ট জানান, “চেহারা নিয়ে মাথাব্যথা নেই। কারণ তিনি একজন অভিনেতা হতে চান। চেহারা সবকিছু নয়। যদি সেটা হত, তাহলে দিলীপ কুমার ও দেব আনন্দ নায়ক হতে পারতেন না। তাই সৌন্দর্য কোনও মানুষের চূড়ান্ত মাপকাঠি হতে পারে না”।
তিনি আরও জানান, তিনি একা নয় টলিউডে এর আগে অনেক অভিনেতাকে একথা শুনতে হয়েছিল। তবে তার বিশ্বাস একদিন এই ধারণা ঠিক বদলে যাবে।