অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন অভিনয় থেকে সরে গেলেন ‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা ওরফে অভিনেত্রী সুদীপ্তা রায়?

অভিনেত্রী  সুদীপ্তা রায়

‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা’র কথা মনে পড়ে? এই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী  সুদীপ্তা রায়।  তাঁর অভিনয় প্রতিভা নজর কেড়েছিল দর্শকদের। তাঁর চোখের চাহনীতে মুগ্ধ সকলে। অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও কেন অভিনয় জগত থেকে দূরে সরে গেলেন সুদীপ্তা?

অভিনেত্রী  সুদীপ্তা রায়

২০১৫ সালে জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকের  হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন সুদীপ্তা রায়। ধারাবাহিকটি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি গল্প অবলম্বনে তৈরি হয়েছিল। সেই সময় সুদীপ্তা ক্লাস নাইনে পড়তেন। এত ছোট বয়সে ‘আশালতা’র মতো একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল এই মেয়েটি।

অভিনেত্রী  সুদীপ্তা রায়

এরপর ২০১৭ সালে ‘আদরিনী’ সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সুদীপ্তা। পশু-পাখিদের বন্ধু ছিল আদরিনী। বয়সে ছোট হলেও অভিনয় দক্ষতায় তুখড় ছিল এই অভিনেত্রী। এই দুটো সিরিয়ালের পর নিজের পড়াশুনোর জন্য অভিনয় জগত থেকে ব্রেক নিয়েছিলেন সুদীপ্তা।

অভিনেত্রী  সুদীপ্তা রায়

দীর্ঘসময় পর আবার তাকে ছোটপর্দায় দেখা যায়। সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে জি বাংলায় ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। ধারাবাহিকে দুয়োরানির ভূমিকায় আবারও দর্শকের মন জিতে নেয়। শুধু অভিনয় নয় একজন অসাধারণ নৃত্যশিল্পী সুদীপ্তা। অভিনয় জগতে আসার আগে তিনি ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর  প্রতিযোগী ছিলেন।

অভিনেত্রী  সুদীপ্তা রায়

তবে ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের পর তাকে আর পর্দায় দেখা যায়নি। অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেন অভিনয় থেকে সরে গেলেন ‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা ওরফে অভিনেত্রী সুদীপ্তা রায়? কারণ জানা নেই। তবে দর্শক আজও তাকে মিস করেন টিভির পর্দায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here