‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ পরপর তিনটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা মেয়েটি যেন অভিনয় জগত থেকে হারিয়ে গেল। হ্যাঁ, এখানে সেই মিষ্টি গোলগাল মেয়ে অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে। বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় দেখে অবাক হয়ে গিয়েছিল দর্শক।
এরপর ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ ধারাবাহিকেও বিজয়লক্ষ্মীর সাবলীল অভিনয় দেখে মুগ্ধ ছিল দর্শক। ছোটপর্দায় ব্যাপক প্রশংসা পেয়েছে এই অভিনেত্রী। এত সুন্দর অভিনয় করার পরও প্রায় আড়াই বছর কোনও ধারাবাহিকে সুযোগ মেলেনি। মাঝে ‘গৌরী এল’ ধারাবাহিকে সুযোগ এলেও পরে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় যখনি তাঁর নাম উঠত, দর্শক জানাতেন আবার তাঁকে দেখতে চায় পর্দায়।
ছোটপর্দায় কাজের সুযোগ না পাওয়ায় এবার নতুন যাত্রায় পা রাখলেন বিজয়লক্ষ্মী। ছোটপর্দায় ছেড়ে ওয়েব সিরিজে ডেবিউ করছেন এই অভিনেত্রী। ‘হইচই’ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের চতুর্থ সিজনে অভিনয় করবেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে আর কি কখনো ছোটপর্দায় সুযোগ পেলে ফিরবেন, সেটাই দেখার।