নায়িকা হওয়ার যোগ্যতা থাকা সত্বেও কেন বার বার খলচরিত্রে জ্যাসমিন? মুখ খুললেন অভিনেত্রী

 জ্যাসমিন রায়

অভিনেত্রী জ্যাসমিন রায়, এরআগে বাংলা সিরিয়ালে বহু রকম চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। কখনও ইতিবাচক চরিত্রে আবার কখনও দাপুটে খলনায়িকার চরিত্রে। বর্তমানে ‘রূপমতী’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে জ্যাসমিনকে।

তবে একটানা খলনায়িকার চরিত্রে অভিনয় করতে কখনও কি একঘেয়েমি লাগে অভিনেত্রীর? জ্যাসমিন বলেন, “ভাল মানুষ তো সব সময়ই ভাল থাকে যে কোনও পরিস্থিতিতে। সেখানে নেতিবাচক চরিত্রের স্বাদ ভিন্ন ধরনের হয়। কখনও আবার মনে হয় চরিত্রগুলো ভাল হয়ে গিয়েছে।”

বেশিরভাগ শিল্পীদেরই দাবি, কোনও এক চরিত্রে যদি কেউ সফল হয় তখন তার কাছে ওই একই ধরনের চরিত্রের সুযোগ আসতে থাকে। অভিনেত্রীর ক্ষেত্রেও কি তেমনটাই হয়েছে?

জ্যাসমিন বলেন, “আমি দুষ্টু চরিত্রে অভিনয় করতে ভালবাসি। তাই আমার কাছে মনে হয় না একঘেয়ে কিছু। তাই নেতিবাচক চরিত্রের সুযোগ এলেই তা লুফে নিই। হাতছাড়া করতে চাই না।”

Previous articleপ্রচন্ড হাসির গল্প । বাচ্চাদের জন্য দমফাটা হাসির গল্প
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।