স্টার জলসার এক ঝাঁক সিরিয়ালের মধ্যে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে নতুন ধারাবাহিক মেয়েবেলা। তিন প্রজন্মের মেয়েদের নিয়ে এই ধারাবাহিকের গল্প। উত্তর কলকাতার এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। মুখ্য চরিত্রে রয়েছেন স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল।
মেয়েবেলা কিন্তু আর পাঁচটা পরকীয়া, দু-তিনটে একঘেয়ে ধারাবাহিকের মতো নয়, একটু ভিন্ন ধাঁচের। ধারাবাহিকের মুখ্য আকর্ষণ অভিনেত্রী রূপা গাঙ্গুলি। বলাই যায়, মেয়েবেলা ধারাবাহিকে অভিনয় করছেন একগুচ্ছ তারকা, তবুও টিআরপি তে ব্যর্থ। এদিকে সোশ্যাল মিডিয়া খুললে মেয়েবেলা সিরিয়াল ঘিরে প্রশংসা। তাহলে টিআরপির এক থেকে পাঁচের মধ্যে কেন জায়গা করে নিতে পারছে না এই সিরিয়াল। নেপথ্য কি গৌরী এলো?
নেটিজেনদের মতে, ধারাবাহিকের টিআরপি পাচ্ছে না রূপার গাঙ্গুলির জন্য। কারন এত বছর অভিনয়ের সঙ্গে সম্পর্ক না থাকায় ঠিক নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে পারছেন না। ওভার আকটিং করে ফেলছেন। একদল নেটিজেনদের এমনটাই দাবি।
আবার একাংশ দর্শক বলছেন, যেই সময় এই ধারাবাহিক টিভির পর্দায় সম্প্রচারিত হয় ঠিক ওই সময় গৌরী এলো ধারাবাহিকটি হয়। আর অধিকাংশ দর্শক অনেক আগে থেকেই গৌরী এলো দেখছেন। তাই টিআরপি নেই।
এদিকে ডিজনি হটস্টারে মেয়েবেলা দেখছেন প্রচুর মানুষ। তাই টিভিতে দেখার প্রবণতা কম। তবে টিআরপি তো কাউন্ট হয় টিভির ভিউজের উপর। তাই ধারাবাহিকের অনুরাগীরা ভয়ে রয়েছেন স্লট পাচ্ছে না বলে এই ধারাবাহিক আবার বন্ধ করে দেওয়া না হয়।