“আমায় সারাজীবনের জন্য অপরাধী বানিয়ে গেলে…এই মানসিক যন্ত্রনা”, স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও শাশুড়ি মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিয়া

রিয়া গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেক আগেই সামনে এসেছে। স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেন রিয়া। শ্বশুরবাড়ির সাথে তুমুল অশান্তির পরেও দুঃসময়ে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না অভিনেত্রী। পুজোর সময়তেই ঘটেছে বড় অঘটন।

তৃতীয়ার দিন আচমকাই অভিনেত্রী জানতে পারেন, শাশুড়িমা মারা গিয়েছেন। এই সময়ে নিজের ব্যক্তিগত ঝামেলা, অশান্তির কথা না ভেবে স্বামীর পাশে দাঁড়ালেন রিয়া। এমনকি শাশুড়িমাকে হারানোর অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি।

সমাজ মাধ্যমে পোস্টে রিয়া লেখেন, “মুহূর্তের মধ্যে সব বদলে গেল। ঈশ্বরের কী অদ্ভুত খেলা! তোমায় দেখতে হাসপাতাল‌ে সবার আগে আমি গিয়ে পৌঁছোলাম। সেইসঙ্গে তোমার ডেথ সার্টিফিকেটে স্বাক্ষরও আমায় করতে হল। পারলাম না দায়িত্ত্ব এড়াতে – পারলাম না নিজের Egoকে জেতাতে, পারলাম না এই যন্ত্রনা ভাগ না করে থাকতে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস আইনি জটিলতায় দাঁড়িয়ে থাকা সম্পর্ক হটাৎ করেই সব থমকে দিলো! তোমার শেষকৃত্য করার সময় সব বিবাদ, রাগ-দুঃখ, আইনি লড়াই তথা অহঙ্কার একনিমেষে পুড়ে ছাই হয়ে যেতে দেখলাম!”

রিয়া আরও লেখেন, “শেষ যেদিন তোমার সাথে আমার কথা হয়েছিলো ২২জুলাই তুমি বলেছিলে আমি সব ঠিক করে দেবো শুধু তুমি ফিরে এসো …আমার একটাই আফসোস তুমি শেষ সময় রিকু রাহি কে কাছে পেলে না আর তার জন্য আমায় সারাজীবনের জন্য অপরাধী বানিয়ে গেলে, এই মানসিক যন্ত্রনা তোমার প্রাপ্য ছিলো না।”

অরিন্দমের সঙ্গে সব ঝামেলা মিটে যাবে একদিন এমনটাই আশ্বাস দিয়েছিলেন তার শাশুড়ি। তার শেষকৃত্যে বার বার সেই কথাই মনে পড়ছিল রিয়ার।

Previous article50 টি সুন্দর মুহূর্ত নিয়ে উক্তি । ক্যাপশন । স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।