টিভির পর্দার আড়ালে অভিনেতা সায়ক চক্রবর্তী একজন ভ্লগার হিসাবেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স নেহাত কম নয়। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তে অভিনয় করছেন সায়ক। এখানে তাঁকে দেখা যাচ্ছে নায়ক শাক্যজিতের ভাইয়ের চরিত্রে।
ধারাবাহিকের গল্পে শুরুতে অনুরাধা মুখোপাধ্যায়ের সাথে জুটি বাঁধতে দেখা গেলেও সম্প্রতি সায়কের চরিত্র নিয়ে চর্চা তুঙ্গে গোটা নেটপাড়ায়। এই মুহুর্তে সমকামী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সায়ককে। যা মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতার। নেটপাড়ার অনেকেই মন্তব্য করেছেন, ‘এই লেডিস টা কে কেন যে অ্যাক্টিং দেয় বুঝি না, ফালতু একদম।’ অন্য একজন লিখেছেন, ‘ছেলেটার অভিনয় একেবারেই সহ্য হয় না, সাধারণ অভিনয়ও না।’
টেলিভিশনের পর্দায় সাধারনত এই ধরনের চরিত্র সবসময় সহজভাবে তুলে ধরা হয় না। আর সেই কারনেই কিছু দর্শক অভিনেতাকে নিয়ে কুমন্তব্য জানিয়েছেন আবার কিছু দর্শক এমন একটা চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয়ের জন্য অভিনেতাকে বাহবা জানিয়েছেন।