বাংলা সিরিয়াল থেকে খ্যাতি পেলেও ছোটপর্দায় ফিরতে চান না ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু

সৌমিতৃষা কুন্ডু

ছোটপর্দার হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিক রাতারাতি তার খ্যাতি এনে দিয়েছে। এই ধারাহিকের জন্যই বড়পর্দা থেকে ওয়েব সিরিজে সুযোগ পেয়েছেন। তবে তার অনুরাগীরা তাকে ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

দর্শক চাইলেও মিঠাই রানী একেবারেই পর্দায় ফিরতে ইচ্ছুক ন্য। ছোটপর্দায় খ্যাতি পেলেও টিভিকে একেবারেই মিস করেন না তিনি।

আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা কুন্ডু জানান, ”ছোট পর্দাকে অস্বীকার করছি না। আমি যা হয়েছি সবটাই টিভির দর্শকদের জন্য, ওদের কাছে আমি আজও মিঠাই। তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি। আমি নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই। সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায়। অন্য কিছু করা যায় না।’ এমনকি তিনি জানান ছোটপর্দাকে মিস করেন না।