অভিনয়ে মেলেনি সফলতা! সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে হওয়া সত্বেও আজও কেন চক্ষুর আড়ালেই থেকে গেলেন সৌগত

সৌগত চট্টোপাধ্যায়

চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার কর্মজীবনের মতনই ব্যক্তিগত জীবন ছিল ভীষণ গোছানো। অভিনেতার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের সংসারে দুই সন্তান কন্যা পৌলমী বসু এবং পুত্র সৌগত চট্টোপাধ্যায়।

বাবার ছায়ায় বড় হলেও অভিনেতার ছেলে মেয়েরা নিজের মেধা দিয়েই পরিচিতি গড়েছেন। সৌমিত্র-কন্যা পৌলমী চট্টোপাধ্যায়, একজন বিশিষ্ট থিয়েটার শিল্পী এবং নির্দেশক। দীর্ঘ সময় ধরে তিনি বাবার নাট্যদল ‘মুখোমুখি’-র সঙ্গে যুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছেন।

সৌমিত্র-কন্যা পৌলমীকে ক্যামেরার সামনে দেখা গেলেও ছেলে সৌগত চট্টোপাধ্যায় বরাবরই ক্যামেরার আড়ালেই থাকতে পছন্দ করেন। সৌগত পেশাগতভাবে সরাসরি অভিনয় জগতের সাথে যুক্ত না থাকলেও সৃজনশীল মানুষ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।

তিনি মূলত লেখালেখির সাথে যুক্ত। বাবার জনপ্রিয় মাসিক পত্রিকা ‘এক্ষণ’ বা অন্যান্য সাহিত্যচর্চার ক্ষেত্রে তিনি নিভৃতে কাজ করেছেন। প্রচারের আলো থেকে দূরে থাকতেই তিনি বেশি পছন্দ করেন।

কিংবদন্তি অভিনেতার ছেলে হওয়া সত্ত্বেও সৌগতর জীবনযাপন অত্যন্ত সাধারণ- ছিমছাম। বাবার মতো অভিনয়ের রঙিন পর্দায় না এসে একটা সময় চলচ্চিত্র পরিচালনার দিকেও মন দিয়েছিলেন সৌমিত্র পুত্র। কিন্তু সফলতা আসেনি।

একটা সময় শারীরিক অসুস্থতা ও একটি বড় দুর্ঘটনার সন্মুখিন হয়েছিলেন অভিনেতা পুত্র। সেই কঠিন সময়েও তিনি মনের জোর হারাননি এবং পড়াশোনার মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছেন। বাবার মৃত্যুর পর তার অগাধ সৃষ্টি, সংগ্রহশালা দেখাশোনায়, পর্দার আড়ালে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সৌগত।