গোবিন্দার মেয়ে হওয়া সত্ত্বেও সুযোগ নেই ইন্ডাস্ট্রিতে, গোপন সত্যি ফাঁস করলেন টিনা

টিনা

বলিউডে স্টার কিডদের একটি এডভান্টেজ থাকে সিনেমা জগতে পা রাখার। তবে বলিউডে একজন বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও কেন গোবিন্দার মেয়ে ইন্ডাস্ট্রিতে সুযোগ নেই? গোবিন্দার মেয়ে হওয়া হয়ে অডিশনে ডাকা হয় না টিনাকে।

বাবা-মায়ের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার ইন্ডাস্ট্রি নিয়ে গোপন সত্যি প্রকাশ করলেন গোবিন্দার কন্যা। এক সাক্ষাৎকারে টিনা জানিয়েছেন, “কেরিয়ারের শুরুতে অনেকেই মনে করতেন আমি সরাসরি কোনও বড় ব্যানারের ছবিতে অভিনয় করব। তাই কেউ আমাকে অডিশনের জন্য ডাকত না। অনেক পরিচালক ও প্রযোজক ধরে নিতেন, আমি হয়তো কাজের জন্য চেষ্টা করছি না বা অডিশনে অংশ নিতে রাজি নই। ফলে, বলিউডে নিজের জায়গা তৈরি করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল।”

টিনা আরও জানান, আমার বাবা-মা বলিউডের কোনও গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন, তাই অতিরিক্ত সুযোগ পাইনি।  পরিবার বলিউডে পরিচিত হলেও, কাজের ক্ষেত্রে আমাকে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয়েছে। বাবার খ্যাতি ব্যবহার করতে চায়নি, কারণ এতে আমার উপর অতিরিক্ত চাপ পড়ত এবং নিজের দক্ষতা প্রমাণ করা কঠিন হয়ে যেত।