গতকাল ২০ নভম্বর ছিল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে এদিন বাংলা সিরিয়ালের তারকারা হাজির একছাতার নীচে। ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানের পথচলা। দেখতে দেখতে কেটেছে ১১ বছর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সেরা জুটির পুরস্কার নিয়েছে ১৪ জন।
হ্যাঁ, মোট ৭টি জুটিকে সেরা জুটির পুরস্কার দিল টেলি অ্যাকাডেমি। কথা-এভি, লাজু-অনুভবের মতো দর্শকদের প্রিয় জুটির পাশাপাশি কিছু চমকে দেওয়ার মতো নতুন জুটিও পেল সম্মান।
তবে এই অনুষ্ঠান থেকে খালি হাতে ফিরল আর্য-অপর্ণা আর পারুল-রায়ান। সেরা জুটির তালিকা থেকে বাদ পড়ল জিতু-দিতিপ্রিয়া ও উদয়- ঈশানী। দর্শকের চোখে এই জুটি সেরা হলেও পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ায় বেজায় ক্ষুব্ধ দর্শক।
দর্শকের দাবি, আর্য-অপর্ণা ছাড়া সেরা জুটি ভাবতেই পারি না। অন্যদিকে কারোর দাবি, পারুল-রায়ান এদের আলাদাই একটা ক্রেজ আছে। অন্য কোন জুটিকে সেরা মানি না।
এদিন টেলি অ্যাকাডেমি অনুষ্ঠানে সেরা জুটি পুরস্কার পেল-
তটিনী-পরশুরাম (স্টার জলসা, পরশুরাম)
কথা-এভি (স্টার জলসা, কথা)
নতুনদা-কমলিনী (স্টার জলসা, চিরসখ)
লাজবন্তী-অনুভব (জি বাংলা, কনে দেখা আলো)
ঝাঁপি-সৌরভ (স্টার জলসা, লক্ষ্মী ঝাঁপি)
নিশা-উজি (জি বাংলা,জোয়ার ভাঁটা)
নীল-লহরী (স্টার জলসা, পরশুরাম)

