শুটিংয়ের শত ব্যস্ততার পরেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট ‘মিত্তির বাড়ি’র পারিজাতের

পারিজাত

মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিবিএসই-র রেজাল্ট। চলতি বছর ছোটপর্দায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছেন ছোটপর্দায় তিন জনপ্রিয় অভিনেত্রী। পুবের ময়না ধারাবাহিকের ঐশানী দে, অভিনেত্রী মোহনা মাইতি এবং মিত্তির বাড়ি ধারাবাহিকের নায়িকা পারিজাত।

ঐশানী আর মোহনার রেজাল্টের আপডেট আপনাদের আগেই জানিয়েছিলাম। তবে এবার জেনে নেব মিত্তির বাড়ি’র নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরী।

হিন্দুস্তান টাইমস বাংলা-কে ছোটপর্দার জোনাকি অরফে পারিজাত বলেন, ‘৮২ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছি। মিত্তির বাড়ি করতে করতে পরীক্ষা দেওয়া খুব চাপেরই ছিল আসলে। আসলে আমার মিত্তির বাড়ি শুরুই হয়, পরীক্ষার চার মাস আগে। আমি খুব পাজেলড ছিলাম। বাবা-মা বলেছিল আমাকে, বোর্ডের পরীক্ষার চারমাস বাকি, তুই এখন জয়েন করিস না। পরীক্ষা হোক তারপর করিস। তবে আমার গল্পটা এত বালো লাগে, তাই না করতে পারিনি। মা-বাবাকে বলেছিলাম, তুমি আমার উপর ভরসা রাখো, আমি দেখবে ঠিক ভালো রেজাল্ট করেই পাশ করব।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার বাবা আসলে অধ্যাপক। বাবার কাছে তাই লেখাপড়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার বলে তো দিয়েছি, আমার তো এটাই সিরিয়ালে প্রথম কাজ। বুঝতে পারিনি আসলে ঠিক কতটা কঠিন হবে। শ্যুটিং যখন শুরু হয় প্রথম কদিন খুব চাপ থাকে। ব্যাঙ্কিং থাকে না, নতুন চরিত্রকে দাঁড় করাতে হবে, টিআরপির প্রেসার থাকে। নভেম্বর থেকে এপ্রিল অবধি, রাতে ৩-৪ ঘণ্টাও ঘুমোতে পারতাম না। শ্যুটিং করতাম, বাড়িতে এসে পড়াশোনা করতাম, তারপর এক-দেড় ঘণ্টা ঘুমোতাম, তারপর আবার সেটে চলে যেতাম।’