ISC টপার হয়েও ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়, মনোবিজ্ঞান নিয়ে পড়তে চান কলকাতার মেয়ে

ISC টপার
(ছবি সৌজন্যে পিটিআই) © HT বাংলা এর দ্বারা সরবরাহকৃত

সাধারণ আমরা দেখে থাকি, বোর্ড পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় যারা হন তারা কেউ ডাক্তারি পড়তে চান নতুবা ইঞ্জিনিয়ার। কিন্তু শুনলে আশ্চর্য হবে, এবছর আইএসসি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মান্য গুপ্তা পড়তে চান সাইকোলজি নিয়ে। বিদেশে এবং ভারতে কলেজে ইতিমধ্যে মনোবিজ্ঞান নিয়ে আবেদন করে ফেলেছেন কলকাতার হেরিটেজ স্কুলের এই মেয়ে।

রবিবার ফলপ্রকাশের পর মান্য ভাবতেই পারেনি সে ভারতে প্রথম হবেন। তিনি বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভারতে প্রথম হব। আমি যখন প্রথম নিজের নম্বর দেখি, তখন প্রথমেই বন্ধুদের ফোন করি। ওরা কত পেয়েছে, সেটা জানতে চাই। আসলে ওরাই আমায় বলে যে তুই খুব ভালো রেজাল্ট করেছিস এবং ভারতে প্রথম হয়েছিস। আমি আগে জানতাম না।’

তিনি আরও জানান, “আমি সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে থাকতাম না, তবে হ্যাঁ পরীক্ষার কিছুদিন আগে থেকে বই থেকে চোখ সরত না। অষ্টম শ্রেণি থেকেই আমি ঠিক করে নিয়েছি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। সেটা নিয়েই এগাবো। আমার নির্দিষ্ট কোনও স্বপ্নের চাকরি নেই। আমি ক্লিনিকাল সাইকোলজির মতো বিষয়ে কিছু করতে চাই”।

Source: bangla . hindustantimes . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here