
হাতে কাজ নেই অনির্বাণের, গত ১ মে ফেডারেশনের মেগা মিটিং হওয়ার পর শুনতে পাওয়া গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অসহযোগিতার দাবি উঠেছিল টেকনিশিয়ানদের পক্ষ থেকে। এর ফলে অভিনেতার কাজে নানা সমস্যাও তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে তিনি একটি প্রেস মিটে বলেন, ‘আমি রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনও অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।’
অভিনেতাকে কি কোনভাবে উপেক্ষা করার চেষ্টা চলছে? প্রশ্নের উত্তরে সম্মতি জানিয়ে অনির্বাণ বলনে, ‘হ্যাঁ, আমাকে এখনও কোনও সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি।’ সম্প্রত এই ফেডারেশনের সমস্যার জেরেই আপাতত দুশ্চিন্তায় আছেন অভিনেতা।