শত চেষ্টা করেও বাঁচানো গেল না! প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, শেষ হল দীর্ঘ লড়াই    

অভিজিৎ মজুমদার

দীর্ঘদিনের লড়াই শেষ, সাতসকালেই চলে গেলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, হৃদরোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও লিভার সংক্রান্ত জটিলতা-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন গায়ক।

প্রয়াত ওড়িয়া সঙ্গীতজগতের জনপ্রিয় গায়ক অভিজিৎ মজুমদার। ২৫ জানুয়ারি রবিবার সকালেই ভুবনেশ্বরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিজিৎ মজুমদার। মাত্র ৫৪ বছর বয়সেই সঙ্গীত জগতকে চিরবিদায় জানালেন গায়ক।

গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে ভুবনেশ্বর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তিনি প্রায় কোমা-সদৃশ্য অবস্থায় চলে গিয়েছিলেন। তাকে আইসিইউ-তে স্থানান্তর করে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।

প্রায় দু-মাস পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আইসিইউ-তেই চিকিৎসা চলতে থাকে অভিজিৎ এর। একাধিকবার ভেন্টিলেটর সাপোর্ট নিয়ে চিকিৎসা চললেও তিনি কোমাতেই ছিলেন।

ওড়িয়া ও সাম্বলপুরি চলচ্চিত্র ও অ্যালবামের জন্য ৭০০-রও বেশি গান রচনা করা অভিজিৎ মজুমদার ছিলেন রাজ্যের সঙ্গীতজগতের অন্যতম পরিচিত নাম। তাঁর সুরে ভর করেই একাধিক ছবি ও অ্যালবাম পেয়েছে জনপ্রিয়তা। অভিজিৎ মজুমদারের অকাল প্রয়াণ যেন ওড়িয়া সঙ্গীতজগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি।

অভিজিৎ মজুমদার

Previous article70 টি সেরা খাবার নিয়ে উক্তি । Food Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।