“শুটিং সেট থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলাম… সংসার চালাতে বুকে যন্ত্রণা নিয়ে”, বাংলা ইন্ডাস্ট্রিতে সফলতা পেয়েও আজ কষ্টে দিন কাটাচ্ছে মাস্টার রিন্টু

অভিনেতা সজল দে

বর্তমানে বাংলা টেলিভিশন থেকে হারিয়ে যাচ্ছেন অনেক অভিনেতা। একসময় দাপিয়ে কাজ করলেও আজ তাদের পর্দায় দেখা যায় না। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা সজল দে। মাস্টার রিন্টু নামেই যাকে সকল দর্শক চেনেন।

নব্বই দশকের বেশিরভাগ ছবিতে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন বড় বড় সুপারস্টারদের সাথেও কাজ করেছেন তিনি। কিন্তু বর্তমানে আর বাংলা ছবিতে দেখা যায় না তাকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আর ডাক পান না এমনটাই দাবি অভিনেতার। সম্প্রতি টলি টাইম কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করলেন তিনি।

অভিনেতা সাক্ষাৎকারে জানান, একটা সময় ইন্দ্রপুরীর স্টুডিয়োতে কাজ চাইতে যাওয়ায় পরিচালকের কাছে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে হয়েছিল তাকে।

অভিনেতার কথায়, “স্টুডিয়োতে একবার চা খেতে গিয়ে কাঁচের গ্লাস নেওয়ার সময় আমাকে বলা হয়েছিল কাঁচের গ্লাস শুধু আর্টিস্টদের জন্য।”

সজল বলেন, “একসময় আমি কাজ না পেয়ে টিউশন পড়িয়েছি। আমার এক বন্ধু বাংলা পড়াতো, আর আমি ইংরাজি পড়তাম। আমার স্ত্রী আমার ছাত্রী ছিল। সেই সময় অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি।”

অভিনয় জীবনে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও আজ বুকে যন্ত্রণা নিয়ে সংসার চালাতে চাকরি করতে হচ্ছে অভিনেতাকে। জীবনের কষ্টের অনুভূতির কথা বলতে গিয়ে চোখে জল আসে মাস্টার রিন্টুর।