ফের খারাপ খবর! চলে গেলেন ভারতের প্রথম মিস ইন্ডিয়া। ১৯৬৪ সালে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন, যা ছিল ভারতীয় সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে একটি মাইলফলক। সেই সঙ্গে তিনি মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছিলেন তিনি।
প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ‘মেহের কাস্টেলিনো’ প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। মেহেরের জন্ম মুম্বইয়ে। গোটা ফ্যাশন দুনিয়া একডাকেই চিনতেন তাকে। তিনি একজন বিখ্যাত মডেল ছিলেন এবং ২০০০-এর বেশি ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন, যাঁর মধ্যে অনেকগুলো তিনি নিজেই পরিচালনা করেছেন। মেহেরের প্রয়াণে শোকস্তব্ধ ফ্যাশন ও সৌন্দর্য জগৎ।
সৌন্দর্য প্রতিযোগিতার সাফল্যের পর মেহের কাস্টেলিনো, সাংবাদিকতায় নিজের পথ বেছে নেন। ১৯৭৩ সালে ‘ইভ’স উইকলি’(Eve’s Weekly)তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। স্টাইল এবং সংস্কৃতি নিয়ে তাঁর লেখা প্রবন্ধ এবং নিবন্ধগুলি নিয়ে চর্চা হয় আজও।
মেহেরের স্মরণে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেমিনা মিস ইন্ডিয়া লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে মেহের ক্যাস্তেলিনোর প্রয়াণের খবর জানাচ্ছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং আমাদের প্রথম মিস ইন্ডিয়া। তিনি ছিলেন পথিকৃৎ। আগামী দিনের জন্য মানদণ্ড স্থাপন করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় মহিলাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা তিনি। তাঁর উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।’


