ছোটপর্দায় ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পির জুটি একপ্রকার হিট ছিল। দর্শক আজও তাদের মিস করেন। তাই ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন রাজা অর্থাৎ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে এবার তার বিপরীতে মাম্পি নয় বরং রয়েছে ‘মহুয়া’ ওরফে নন্দিনী দত্ত।
কালার্স বাংলার ‘বসন্তবিলাস মেসবাড়ি’-তে ‘টুকাইদা’ চরিত্র নিয়ে হাজির হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে তার চরিত্রটি কমিক স্পর্শের পাশাপাশি একটি আকর্ষণীয় ছায়া রয়েছে। বসন্তবিলাস রাহুল ওরফে টুকাইদা, মহুয়া প্রাক্তন। একসময় কলেজে মহুয়ার সিনিয়র ছিল টুকাইদা। মুহুয়া তার প্রেমে পড়েন কিন্তু তাকে ব্যথা দিয়েছিলেন টুকাইদা।
মাঝে কেটে যায় অনেক বছর। মালদহের অত্যন্ত ধনী পরিবারের ছেলে টুকাই। একটু খুঁতখুঁতে স্বভাবের। গানকে পেশা বানাতে কলকাতায় পা রাখেন। আর সেখানে দেখা কলেজের সেই মুহুয়ার সাথে। কিন্তু মুহুয়া কলেজের ক্রাশকে ভুলে অন্য কারো জীবনে প্রবেশ করেছে। তাহলে প্রাক্তন হয়েই কি থাকবেন টুকাইদা? পর্দায় রাজা-মাম্পির মতোই কি হিট হবে টুকাইদা আর মুহুয়ার কাহিনী?