ভিয়েতনামের হানোইতে ১২তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচালেন এক ডেলিভারি ড্রাইভার গুয়েন জক মান। আজ নেট দুনিয়ায় তার সাহসিকতার জন্য নায়ক হিসাবে প্রশংসিত করা হচ্ছে।
ভিয়েতনামের হানোইতে বিকেলের দিকে একটি ১৬ তলা ফ্ল্যাটের ১২ তলা বিল্ডিং এ বারান্দায় ২ বছরের একটি ছোট মেয়ে বারান্দার রেলিং পেরিয়ে কার্নিসে এসে দাঁড়াল। উল্টো দিকের আবাসনের এক মহিলার চোখে পড়লে তিনি চিৎকার করতে থাকেন ভয়ে। তার চিৎকার শুনে আশেপাশে ফ্ল্যাটগুলি থেকেও লোকজন ছুটে জড়ো হয়।
সেই সময় বছর ৩১ এর গুয়েন জক মান নামে একজন ডেলিভারি ড্রাইভার নিজের কাজ সেরে যাচ্ছিলেন। চিৎকার শুনে সে আবাসনের উপরের দিকে তাকাতে তার নজরে আসে সেই ছোট শিশুটি। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে যান এবং জেনারেটরের নড়বড়ে শেডের উপর দাঁড়িয়েই তাকিয়ে থাকে শিশুটির দিকে।
সেই মুহূর্তে ১২ তলা বিল্ডিং থেকে ছিটকে পড়ে যায় শিশুটি। হাত বাড়িয়ে দেন সেই যুবক। তার কোলে এসে পড়ে শিশুটি। এইভাবেই সাহসিকতার সাথে প্রাণ বাঁচালেন এই ছোট শিশুটির।
গুয়েন সাংবাদিকদের জানান, তার মাথায় শুধু একটাই কথা ছিল শিশুটি যেন কোন মতে আছাড় না খেয়ে মাটিতে পড়েন। তবে শিশুটির নাক থেকে রক্ত পড়া দেখে বেশ ঘাবড়ে যান ডেলিভারি বয়।
স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ডাক্তাররা জানান এখন শিশুটি বিপদমুক্ত। যুবকের হালকা চোট লাগেছে। তবে সেই নিয়ে ডেলিভারি বয় কোনো মাথা ব্যথা নেই। শিশুটিকে রক্ষা করতে পেরে ভীষণ খুশি তিনি।
আশেপাশে ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা থেকে সেই ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। নেট দুনিয়ায় সেউ ভিডিও আপলোড হতেই সবাই প্রশংসা করেন তার এবং হিরো বলে আখ্যা দেওয়া হয়।
A delivery man, 31, has become a real-life #superhero after saving a two-year-old girl as she falls from the 12th floor of a 16-story building in Hanoi, #Vietnam.
The lucky baby was taken to a nearby hospital while the superhero delivery man suffered a slight sprain. pic.twitter.com/0IZW1ZEFiL— Bogar khattak (@Bogar_Khattak) March 2, 2021