‘বিগ বসের বাড়ি থেকে পরিচালক সাজিদ খানকে বহিষ্কার করা হোক’, চিঠি দিলেন দিল্লির মহিলা কমিশন

পরিচালক সাজিদ খান

শুরু হয়ে গিয়েছে ভারতের জনপ্রিয় চর্চিত শো ‘বিগ বস ১৬’।  মাত্র ১ সপ্তাহ ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই রিয়েলিটি শো। তার মধ্যেই এই শো নিয়ে বিতর্ক শুরু।  ‘বিগ বস ১৬’-তে প্রতিযোগী হিসাবে রয়েছেন জনপ্রিয় পরিচালক সাজিদ খান। আর তাকেই ঘিরে বলিউডের তুমুল ঝড়।

বিগ বসের বাড়ি থেকে বের করে দিতে হবে পরিচালক সাজিদকে। এমনটাই দাবি দিল্লির মহিলা কমিশনের। পরিচালক সাজিদকে বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগে তুলেছিলেন ১০ জন মহিলা তারকা। এরপর ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল এই পরিচালকে। এরপরেও কীভাবে এতবড় রিয়েলিটি মঞ্চে তাকে ডাকা হল এই নিয়ে তুমুল সমালোচনার ঝড় বলিউডে।

তীব্র নিন্দায় জানিয়েছেন উরফি জাভেদ থেকে শুরু করে সেই ১০ জন নারী। নিন্দা জানিয়েছেন ‘বিগ বস ১৩’ প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্যও। তাহলে কি অবশেষে বিগ বসের বাড়ি থেকে বহিষ্কার করে দেওয়া হবে সাজিদকে। সেটাই দেখার।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here