অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলিতে প্রথম মেয়ে দুয়া’র ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। দুয়া’র ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া। ঘন্টায় ২০ লাখ ভিউজ ছারিয়েছে ছোট্ট ‘দুয়া’র ছবি।
ছবিতে মা মেয়ে দু’জনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার। তার সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি বেঁধেছেন দীপিকা। অন্য দিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
ছবিতে বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মা মেয়েকে আদরে মুড়ে রেখেছেন। মেয়ের ছবি শেয়ার করে তারকাদম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”
এদিকে ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ বলছেন দীপিকার মতো দেখতে হয়েছে দুয়াকে। কারও আবার দাবি, রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে।
গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছরের দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।
View this post on Instagram