ফের বাংলা সিরিয়ালে নায়িকার চরিত্রে দীপান্বিতা? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

বহুদিন হল ছোটপর্দায় নেই অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তাকে শেষবারের মতো দেখা যাচ্ছে তুঁতে ধারাবাহিকে। তার ফেরার অপেক্ষায় রয়েছে ছোটপর্দার দর্শকেরা। এর মাঝেই খবর ফের নতুন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর, নায়িকা চরিত্রে নাকি দেখা যাবে তাকে। এই খবর কি সত্যি?

আচমকাই একটি ছবি ভাইরাল হয় অভিনেত্রী। একটি মন্দিরে পোজ দিয়ে দাঁড়িয়ে দীপান্বিতা। অনেকেই বলছে এটি তার নতুন সিরিয়ালের লুক। আর সেই গুঞ্জন শুরু হতেই দীপান্বিতা আনন্দবাজার ডট কমকে আসল সত্য জানায়।

দীপান্বিতা জানিয়েছেন, ‘এটা তো হওয়ার কথা নয়। কারণ, আমার কাছেই তো কোনও খবর নেই। বেশ কিছু কাজের কথা চলছে ঠিকই। তবে এটা সত্যি নয়।’ অভিনেত্রীর ভাইরাল হওয়া ছবিটি আসলে একটি মন্দিরে তোলা ছবি কোনও সিরিয়ালের নয়।