‘টেন্ট সিনেমা’ হাত ধরে পর্দায় আসছে খেলাধুলার গল্প। এইরকম ধরণের গল্প আগেও দর্শকদের ভালো মনোরঞ্জন করেছে। তাই গল্প ঘিরে রয়েছে প্রত্যাশা। আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। যিনি ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘তুঁতে’ ধারাবাহিকে অভিনয় করেছেন।
তবে কিছুদিন আগে শোনা যাচ্ছিল এই মেগায় দীপান্বিতার নায়ক হিসাবে দেখা যাবে ‘রাশি’ ধারাবাহিকের অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে। তবে সূত্রের খবর তিনি এই ধারাবাহিকে থাকছেন না। তাহলে নায়ক কে?
এই ধারাবাহিকে দীপান্বিতার বিপরীতে দেখা মিলবে অভিনেতা অয়ন ঘোষের। কিছুদিন আগেই তার অভিনীত ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ শেষ হয়েছে।