বর্তমানে বাংলা ধারাবাহিকগুলিতে মা হওয়ার ট্র্যাক চলছে। ইতিমধ্যে মিঠাই, দীপা আরও অনেকেই মায়ের চরিত্রে অভিনয় করছেন। তবে সবাইকে যেন ছাপিয়ে যাচ্ছে দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের অভিনয়।
বাস্তব জীবনে মা না হয়েও পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জ-এর সমান। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপার অভিনয় দেখে মনে হচ্ছে সত্যিই একজন মা। একটি চরিত্রে কীভাবে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা স্বস্তিকা।
সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখানো হয়েছে দীপার মেয়ের হার্টে ফুটো। এক মায়ের মেয়েকে বাঁচানোর লড়াই খুব সুন্দর ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। যার মধ্যে কোনও মাত্রতিরিক্ত ওভার অ্যাক্টিং নেই। নায়িকার পর দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের মায়ের চরিত্রে অভিনয় আরও একবার দর্শকের মন জিতে নিল। নেটিজেনদের মতে ‘স্বস্তিকা সত্যিই একজন সাবলীল অভিনেত্রী’।