পর্দায় দেবশঙ্কর-সোহিনীর মেয়েদের চরিত্রে থাকবে ছোটপর্দার এই দুই জনপ্রিয় অভিনেত্রী   

দেবশঙ্কর-সোহিনী

স্টার জলসার ‘চিরসখা’র পর ফের টিভির পর্দায় মধ্যবয়সের এক অন্যরকম প্রেমের গল্প নিয়ে হাজির জি বাংলা। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের নাম এবং প্রোমো প্রকাশ্যে এসেছে। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত নতুন আসন্ন ধারাবাহিকের নাম ‘কমলা নিবাস’।

এবার ধারাবাহিক ঘিরে নতুন চমক। এই মেগায় দেবশঙ্কর-সোহিনীর সেনগুপ্তর দুই মেয়ের চরিত্রে দেখা যেতে চলেছে ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রীকে।

গল্পে তাদের বড় মেয়ের চরিত্রে দেখা যাবে দেবাদৃতা বসু কে। যাকে এর আগে দর্শক মিঠিঝোরা ধারাবাহিকে নিলু’র চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অন্যদিকে সংহতি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে তাদের ছোট মেয়ের চরিত্রে। তাকে দর্শক দেখেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’য় ‘রূপা’র চরিত্রে।

ধারাবাহিকের গল্প এগোবে শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া।

অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। তার একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে।

দেবশঙ্কর-সোহিনী

Previous article40+ বিড়াল নিয়ে উক্তি । Cat Quotes In Bengali
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।