মঞ্চ থেকে পর্দা। দূরদর্শনে সংবাদপাঠ, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেলেন দেবরাজ রায় (Debraj Roy)। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউডে। ভেঙে পড়েছেন তার স্ত্রী অনুরাধা রায়।
১৯৭০-এ সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার হাত ধরেই প্রথম অভিনয়ে পা রাখেন। এরপর একাধিক ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ ছিলেন বাঙালি দর্শক। উদাহরণস্বরূপ, ’মার্জিনা-আবদাল্লা’, মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ আরও অনেক।
তার মৃত্যু মেনে নিতে পারছেন না তার সমসাময়িক অভিনেতারা। গতকাল অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিন সাক্ষাৎকারে মুখোমুখি হতে দেখা যায় দেবরাজ রায়ের স্ত্রী অভিনেত্রী অনুরাধা রায়কে। টলি টাইম ইউটিউভ চ্যানেলের কাছে অভিনেত্রী জানান, ‘দেবরাজ রায়ের আক্ষেপ ছিল তার যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল সেটা তিনি পাননি।’ শুধু দেবরাজই নন, অনুরাধা দেবীরও আক্ষেপ তার স্বামীর প্রাপ্য ছিল অনেক কিছু কিন্তু সেটা হয়নি।