বলিউড অভিনেত্রী বিপাশা বসু’র শুভ জন্মদিন আজ। ৪৬ বছরে পা দিলেন অভিনেত্রী। সকাল সকাল নিজের জন্মদিনের সেরা উপহারটি পেয়ে গেছেন অভিনেত্রী। আর সেই উপহার তাকে দিয়েছেন তার একরত্তি মেয়ে ছোট দেবী।
বিপাশা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নেন। ভিডিওতে দেখা যাচ্ছে জন্মদিন উপলক্ষে পরিবারকে নিয়ে সমুদ্রতটে ঘুরতে গেছেন। মেয়েকে বিপাশা জিজ্ঞেস করেন, ‘আজ কার জন্মদিন?” আধো আধো গলায় দেবী বলে, ‘মায়ের’। এমনকি মায়ের জন্মদিন বলে সুর করে হ্যাপি বার্থ ডে গান গায় বিপাশার কন্যা।
জন্মদিনে মেয়ের থেকে পাওয়া গান এর চেয়ে একজন মায়ের কাছে সেরা উপহার আর কি হতে পারে? সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিপাশা লেখেন, ‘সবচেয়ে বিশেষ জন্মদিনের শুভেচ্ছা পেলাম ছোট্ট দেবীর থেকে। ঘুম ভেঙেছে মেয়ের গলায় গান শুনে। এর থেকে ভাল আর কী হতে পারে।”
View this post on Instagram