
অভিনেত্রী দেবশ্রী রায়ের পরিবারে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। ১০ জুলাই, বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিলেন দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালেই প্রয়াত হন ঝুমা রায়।
কিছুদিন আগেই দেবশ্রী রায় এবং ঝুমা রায়কে তাঁদের একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেই ঘরোয়া অনুষ্ঠানে দুই বোনকে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছিল। মাইক হাতে দুজনেই গান গেয়েও শোনান।
একটা সময় দুই বোনকে সকলে রুমকি ঝুমকি বলেই চিনত। দারুণ জনপ্রিয় ছিল তাঁদের সেই জুটি। তবে আজ সকালেই সব শেষ। ভেঙে গেল সেই রুমকি-ঝুমকির জুটি।
দক্ষিণ কলকাতায় দেবশ্রীর বাড়ির পাশেই থাকতেন তিনি। দেবশ্রী এবং ঝুমা রায় সম্পর্কে রানি মুখোপাধ্যায় এবং তার দাদার মাসি হন। জানা গিয়েছে, ঝুমা রায়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে আসছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দাদা রাজা মুখোপাধ্যায়।